চীনে করোনার সংক্রমণ বাড়ায় ৪ শহর লকডাউনে

By @ds31/15/2021corona

image.png

চীনে গত পাঁচ মাসের মধ্যে আজ বুধবার সবচেয়ে বেশি করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপরই দুটি প্রদেশের চারটি শহর লকডাউন করা হয়েছে। দেশটিতে করোনার সংক্রমণের নতুন তরঙ্গ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

লকডাউন হওয়া শহরগুলো হলো হেবেই প্রদেশের শিজিয়াজহং, শিংতাই ও ল্যাংফাং এবং হেলিওংজিয়াং প্রদেশের সুইহা।

চীনে নতুন করে কোভিডে আক্রান্ত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রাজধানী বেইজিংয়ের কাছাকাছি থাকেন। তবে দেশটির সরকারি তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বের একটি প্রদেশেও করোনার সংক্রমণ বাড়ছে। তাই ওই প্রদেশের ২ কোটি ৮০ লাখ মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

11

comments