টিকা ব্যবস্থাপনার জন্য নতুন মন্ত্রী নিয়োগ দিল জাপান

By @ds31/19/2021corona

image.png

করোনা টিকা ব্যবস্থাপনা তদারকি করার জন্য পৃথক একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। টিকামন্ত্রী হিসেবে তারো কোনো-এর নাম ঘোষণা করেছে জাপান সরকার।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা গতকাল সোমবার বলেন, সুষ্ঠুভাবে টিকা প্রয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্যই আলাদা মন্ত্রী নিয়োগ করা হয়েছে। আমরা টিকা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করতে চাই । জাপানের ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়ে সুগা আরো বলেন, স্থানীয় সরকারদের সঙ্গে মিলে আমরা তালিকা প্রস্তুত করছি যে কাদেরকে টিকা দেওয়া হবে।

1

comments