কবিতা.. প্রণয়.. তার জন্য লেখা আমার প্রথম দীর্ঘ কবিতা

By @drshaon1/15/2019poetry

edel-illo.jpg

source

মহাকাল কিংবা তারও পরে,
তুমি আমি মিলিবো জনমে জনমে...

আকাশ কিংবা মহাকাশেরও পরে
তোমায় বসিয়েছি এত উচ্চাসনে.....

সাগর কিংবা মহাসাগরের চেয়েও বেশী,
তোমাকে এত ভালোবাসি।

শতকোটি মানুষের মাঝে তুমি,
স্বর্গসম অপ্সরী,
জীবনে মরণে তুমি
আমার স্বপ্নের রংতুলি।

3

comments