শুভশ্রী’র বর রাজ এর সাথে মিমির কি এমন সম্পর্ক?

By @doly7710/12/2018lov

post 67.jpg
কলকাতার নাম করা পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল যারা টালিউড ইন্ডাস্ট্রির মোটামুটি খোঁজ রাখেন তারা অবশ্যই জানেন। এই জুটি ‘লাভ বার্ড’ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। আপনারা দেখবেন
কিন্তু অনেকটা হঠাৎ করেই তাদের দুজনের মধ্যে ঢুকে পরেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এ নিয়ে রাজ-মিমির সম্পর্কে টানাপোড়ন শুরু হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখন মিমির সঙ্গে রাজ চক্রবর্তীর বাগদান হয়েছিল। আর তাই রাজ-শুভশ্রীর বিয়ের পর মিমি’র একটি ফেসবুক পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা।
রাজ-শুভশ্রীর বিয়ের পর বৃহস্পতিবার রাতে মিমি টুইটারে ক্যালিফোর্নিয়ার লেখক এম বালার্ডের একটি লেখা পোস্ট করেন। যেখানে ‘বিষাক্ত সম্পর্ক’-র কথা উল্লেখ রয়েছে। মিমি কেন ওই লেখাটি শেয়ার করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা সমালোচনা। কারণ রাজ-শুভশ্রীর বিয়েতে মিমি ছিলেন গসিপের কেন্দ্রে।
কিন্তু এসব সমালোচনায় মিমির কি সত্যিই কিছু যায় আসে? কারণ রাজের সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ করেছেন বলে দাবি মিমির।
এদিকে কলকাতার সিনে ইন্ডাস্ট্রির লোকেরা বলছেন, মিমি রাজকে ভুলে নতুন করে জীবন ও ক্যারিয়ার সাজাতে চাইছেন।

2

comments