আমার প্রিয় মুহূর্ত গুলো

By @desh28/18/2018life

সকাল বেলা যখন হেটে বেড়ায় শিশির ভেজা ঘাসের উপর খুব ভালো লাগে । বিকালবেলা নদীর তীরে হাঁটতে আমার খুব ভালো লাগে । মাঠের আইল ধরে সবুজে ভরা মাঠ আমার খুব ভালো লাগে । ভালো লাগে ছোটদের সাথে গল্প করতে । নদীর তীরে হাওয়া খেতে আমার খুব ভালো লাগে ।ভালো লাগে ট্রেনে করে অনেক দূরে ভ্রমণ করতে । ভালো লাগে সাগর তীরে খালি পায়ে হেটে চলতে । ভালো লাগে বরশীতে মাছ ধরতে । পুকুর পাড়ে বসে মাছ ধরা আমার বড় সখও বটে ।

image source : http://www.ekabinsha.org/sports-fitness-health/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%85%E0%A6%B8/

ছোট বেলার দিনগুলো নিয়ে ভাবতেও ভালো লাগে । ফেলে আশা দিন গুলো কতই না ভালো ছিল । কোন ভাবনা ছিল না , ছিল কোন মানুষিক চাপ । ছোট বেলার সেই গোল্লাছুট খেলার কথা মনে পড়লে বড়ই হাসি পায়। ছোট বেলার সেই মার্বেল খেলা কতই না ভালো লাগত । এখন তা অতীত হয়ে গেছে ইচ্ছা করলেও খেলতে পারি না।

ছোট বেলার সেই ঘুড়ি উড়ানোর সময় গুলো আমি কখনও ভুলব না । সারাদিন ঘুড়ি উড়াতাম । সন্ধ্যা হলে বাড়ি ফিরে মায়ের বকুনি , এটা তো নিত্যদিনের ঘটনা ছিল । সকাল হলে স্কুলে যাওয়া আর বন্ধুদের সাথে খেলা ধুলা আবার স্কুল শেষে সবাই আনন্দ করতে করতে বাড়ি ফেরা । সেই সময়ের কথা মনে পড়লে খুব ভালো লাগে ।

109

comments