গ্রাম বনাম শহর

By @desh29/2/2018village

কোলাহল মুক্ত এবং প্রাকৃতিক সুবাতাসে জীবন সুন্দর করে কাটাতে চাইলে গ্রামের বিকল্প হয়না । গ্রামের বাজারে পাওয়া যায় ফরমালিন মুক্ত শাকসবজি , ফলমূল ইত্যাদি । যেগুলো পাওয়া যায় কম দামে । গ্রামে সন্ধ্যাবেলার পাখিদের কলতানি সত্যিই মনমুগ্ধকর । স্বল্প আয়ের মানুষ গুলো খুব ভালভাবেই তাদের জীবন অতিবাহিত করতে পারে এই সুন্দর গ্রামেই । গ্রামে আছে চারিদিকে গাছ গাছালীতে ভরা । যার কারনে সজিব নিঃশ্বাস পাওয়া যায় । কিন্তু কিছু সমেস্যা রয়েছে যেগুলো আসলে কৃত্রিম সঙ্কট ছাড়া কিছু নয়।

image source: clickhere

অন্যদিকে শহরে চারিদিকে শব্দ দূষণে মানুষ অতিষ্ঠ। চারিদেকে যেন গাড়ির হর্ন বেজে চলেছে অবিরত । কোথাও শান্তি নেই। শাকসবজি কিনতে গেলে ভেজাল , বা ফরমালিন যুক্ত , দাম অনেক বেশি । আধুনিক সুযোগ সুবিধা পাওয়া গেলেও এখানকার জীবন যাত্রায় সবাই যেন অতিষ্ঠ । কিন্তু জীবনের তাকীদে অনেক কেই গ্রাম ছেড়ে চলে আসতে হয় শহরে । খাপ খায়ে নিতে হয় সবাই কে । বিশেষ করে ঢাকা শহরে যানজটে মানুষ আজ দিশেহারা । কে কখন তার গন্তব্যে পৌছাবে তা কেও জানে না । সবাইকে ২ বা ৩ ঘণ্টা হাতে রেখে তার গন্তব্যে যাত্রা করে । এভাবে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা মানুষের অপচয় হয় । বসবাসের অনুপযুক্ততায় এই শহর বিশ্বের ২য় নম্বারে অবস্থান করছে ।

image source: clickhere

আবার গ্রামের মানুষের মাঝে যে মানুষে মানুষে সম্প্রীতি বিরাজমান তা শহরের মানুষ গুলোর মাঝে পাওয়া যায় না। এমন কি তারা তাদের পারা প্রতিবেশিদের ঠিক মোট চেনেন ও না । গ্রামের মানুষ গুলো একজনের সমেস্যায় সবাই এগিয়ে আসে । গ্রামের যে কোন সমেস্যা তারা নিজেরাই সমাধান করে । কিন্তু গ্রামে কিছু কুসংস্কার রয়েছে । তারা কিছু ভ্রান্ত ধারনা পোষণ করে । এই জন্য বাল্য বিবাহ , অশিক্ষা সহ কিছু সমেস্যা প্রকট ।

518

comments