সৎসঙ্গী স্বর্গবাস অসৎসঙ্গী সর্বনাশ

By @desh28/25/2018life

এটি পৃথিবীর বুকে একটি খুব প্রচলিত ও সত্য কথা যে "সৎসঙ্গী স্বর্গবাস অসৎসঙ্গী সর্বনাশ ''। মানুষের জীবন সঠিক ও সুন্দর ভাবে পরিচালিত করতে হলে সৎসঙ্গীর বিকল্প নেই । একজন অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে পৃথিবীর অনেক নিকৃষ্ট কাজ করে গেছে এই রকম হাজারও নিদর্শন রয়েছে । আবার অনেক খারাপ মানুষ সৎ সঙ্গীর কারনে অনেক ভালকাজ করে পৃথিবীর বুকে স্মরণীয় হয়ে আছেন । কাজেই সৎ সঙ্গীর গুরুত্ব অপরিসীম । আমাদের উচিৎ সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সচেষ্ট হওয়া ।আর অসৎ সঙ্গী ত্যাগ করা।

image source : http://www.doomsteaddiner.net/blog/2015/06/30/on-losing-a-friend/

আবার অনেক সময় দেখা যাই বেশির ভাগ ক্ষেত্রেই যারা ধুমপান বা বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে যেমন ইয়াবা , ফেঞ্চিডিল , মদ , গাজা ইত্যাদি এগুলো তারা অসৎ সঙ্গীর কারনে এই আসক্তিতে আক্রান্ত হয় । যে সঙ্গীগুলো নেশা করে তাদের দ্বারা প্ররোচিত হয়ে প্রথমে নেশা করা শুরু করে এবং এভাবে একসময় আসক্ত হয়ে পড়ে ।আসলে অসৎ সঙ্গী না থাকলে কারোদ্বারা প্ররোচিত হত না এবং আসক্ত ও হত না।

image source : https://www.huffingtonpost.com/adam-grant/youre-not-my-friend_b_5635978.html

আবার সৎ সঙ্গীদের কোন ভালো কাজ অন্যকে সে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয় এবং সঙ্গী ভালো কাজে মনযোগী হয় । মানুষের পাসের মানুষ গুলো যে কোন কাজ তাকে প্রভাবিত করে । আর এ জন্যই আমাদের সঙ্গী ভালো হওয়াটা খুব বেশি প্রয়োজন। একজন ভালো সঙ্গী হতে পারে আমার আপনার সবার একটি সুন্দর জীবনের কারন । ভালো থাআকবেন সবাই ।

49

comments