বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ও কিছু গ্রুপ ছবি

By @desh27/22/2018photography

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গ্রুপ ছবি তোলা হইনি এমনটি খুব কমই হয়েছে । ঘুরতে যাওয়ার মুহূর্তটা ফ্রেমে রাখার জন্য বা স্মৃতি পটে সংরক্ষণের জন্য গ্রুপ ছবি তোলাটা জরুরি ব্যাপার । যেটা আমরা কখনও ভুলিনি । আমাদের কিছু বন্ধু ছিল যাদের ছবি তোলা ছিল শখ । কামেরা নিয়ে তারা সব সময় রেডি থাকত , কখন একটা সুযোগ পাওয়া যাবে । কিছু মেয়ে বন্ধু সব সময় ছবির তোলার অপেক্ষায় থাকত । আর এভাবেই চলত ছবি তোলার প্রতিযোগিতা । আর এই প্রতিযোগিতা শেষ হত যখন সবাই বাড়ি ফিরত । এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার নিয়মিত ঘটনা।

যাইহোক ছবি তোলা ও বন্ধুদের এই আগ্রহটা আমাদের দেখে ভালোই লাগত । সেই ছবি গুলো সবাই পরে শেয়ার করে নিতাম । সবাই ছবি গুলো সংরক্ষণ করে রাখতাম । অনেকে তার সুন্দর ছবি গুলো ফ্রেমে রেখে দিত । ফ্রেমটা হইত টেবিলে বা দেওয়ালে টাঙ্গিয়ে রাখত । হলেও দেখতাম অনেকে ছবি গুলো টাঙ্গিয়ে রেখেছে । নিজের ছবির সাথে বন্ধুদের উপস্থিতি তাদের প্রতি ভালবাসারই নমুনা । আমরা সবাই অনেক ভালো বন্ধু ছিলাম । সেই স্মৃতিময় দিনগুলো ভোলা যাবেনা কখনও । কারন তারা এখন সবাই দূর দূরান্তে । ভালো বন্ধুগুলো এভাবেই হারিয়ে যায় । তাদের রেখে যাওয়া স্মৃতি গুলো সবাইকে আবার মনে করিয়ে দেয় ।

DSC00235.JPG

DSC00234.JPG

DSC00223.JPG

DSC00222.JPG

DSC00183.JPG

12

comments