ছোট বেলার স্বপ্ন গুলো

By @desh29/23/2018life

মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে । বিশেষ করে ছোট বেলাতে মানুষ স্বপ্ন দেখতে খুব ভালবাসে। এসময় কেও স্বপ্ন দেখে সে একটু সুন্দর দেশের রাজা হবে আবার কেও স্বপ্ন দেখে সে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে । আবার কেও সপ্ন দেখে সে সারা বিশ্ব ভ্রমণ করবে আবার কেও স্বপ্ন দেখে সে পাখির মত দানা মেলে আকাশে উড়বে । কিছু স্বপ্ন অবাস্তব আবার কিছু বাস্তবতার নিরিখে তারা স্বপ্ন দেখে । কিন্তু যে স্বপ্নই দেখুক না কেন তা তার জীবনে একটি মারাত্মক প্রভাব ফেলে । যাইহোক আমাদের সিশুদেরকে স্বপ্ন দেখতে উৎসাহ দেওয়া দরকার যেই স্বপ্নটি তার জীবনে হতে পারে একটি ইতিবাচক প্রবাহ । যার মাধ্যমে সে হইত পৌছে যাবে সবার চূড়ায়। বাচ্চাদেরকে যথেষ্ট সময় দিতে হবে । তাদের কে অনুপ্রেরণা দিতে হবে যে সে এক সময় সব জয় করতে পারে । এতে তার আত্মবিশ্বাস দিনদিন বাড়বে। আর এভাবে সে এগিয়ে যাওয়ার প্রেরনা পাবে ।

image source: http://bronlea.com/2015/10/13/ask-me-help-i-cant-stop-dreaming-awful-things/

একজন শিশুকে যদি একটিবার স্বপ্ন দেখিয়ে কান কাজের ব্যাপারে আগ্রহ সৃষ্টি করা যায় তাহলে এই সপ্নের চূড়ান্ত অভীষ্ট লক্ষ্যে পৌছান পর্যন্ত সেই শিশু চেষ্টা করে যায়। সে জন্য একটি শিশুর স্বপ্ন দেখাটা খুব জরুরি। আমিও ছোট বেলাতে স্বপ্ন দেখতে বেশ ভালবাসতাম। সেই স্বপ্নগুলো আমার উপর অনেকাংশে প্রভাব ফেলেছে। যদিও আমার সেই ছোটবেলাতে স্বপ্ন দেখতে তেমন কেও সাহায্য করিনি যার কারনে হয়তবা আমার আত্মবিশ্বাসের যথেষ্ট কমতি ছিল । যেটা আমার সামনে এগুতে দারুণ ভাবে বাঁধাগ্রস্ত করেছে । জ্ঞানীরা বলেন স্বপ্ন হল সেটা যেটা জেগে দেখা হয় । যেটা ঘুমে দেখা হয় সেটা আসলে সপ্ন নয় । এই জন্য জীবনে কিছু করতে হলে স্বপ্ন দেখার বিকল্প নেই। স্বপ্ন দেখুন যে স্বপ্ন আপনার জীবন কে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ায়।

75

comments