গাদি খেলা

By @desh110/2/2018game

আমরা ছোট বেলাতে একটি খেলায় দারুণ ভাবে আকৃষ্ট ছিলাম । সেই খেলা টিকে আমাদের এলাকাতে বলত গাদি খেলা । এই খেলায় বেশ কয়েকটি দাগ দিয়ে ঘর করা থাকত । একটি ঘরথেকে অন্যটিতে যেতে হয় সব শেষে আবার সেই ঘরে ফিরে আসতে হত। কিন্তু একটি ঘর থেকে অন্য ঘরে যেতে হলে তার প্রতিপক্ষ দ্বারা বাধার সম্মুখীন হতে হয়। সে যদি তাকে নির্দিষ্ট ঘরের মদ্য থেকে ছিয়ে দিতে পারে তাহলে তারা হেরে যায় । এভাবে খেলাটা খুব জনপ্রিয় ছিল ।

image source: https://www.anandabazar.com/topic/traditional-game

একটি ঘর থাকত যেখানে গেলে বলা হয় লবন খাওয়া । লবন খেয়ে সবাইকে গাঁদি দিতে হয়। লবন না খেলে কেও গাদি দিতে পারে না । গাদি সেই দিতে পারে যার সব ঘরে প্রতিপক্ষকে পরাস্ত করা হয়েগেছে। একবার গাদি দিলে আবার শুরু করতে হয় । এভাবে চলতে থাকে । এই খেলাটি গ্রামাঞ্চলের ঐতিহ্যও বটে । যদিও কাবাডি খেলাও বেশ জনপ্রিয় । কিন্তু এই খেলায় আহত হওয়ার রেকর্ড অনেক । সে কারনে গাদি বা গোল্লা ছুট বেশি জনপ্রিয় ছোটদের নিকট।

স্কুলেও বন্ধুদের সাথে ক্লাসের ফাঁকে ছেলেরা এই খেলা করে । আমার স্কুলের সামনে এই খেলার জন্য অনেক গুলো ঘর করা থাকত । আমরা সবাই খেলতাম। গাদি খেলা আমার জীবনের প্রিয় একটি খেলা । এই খেলাটির কথা আমি কখনও ভুলব না। সি সব বন্ধুদেরও আজ অনেক মনে পড়ে যাদেরকে নিয়ে খেলতাম । মিস করি সেই সব দিনগুলো।

25

comments