নাগর দোলা

By @desh110/4/2018whirligig

বাংলাদেশের বিভিন্ন মেলা ও উৎসব বা অনুষ্ঠানে নাগরদোলা একটি বাড়তি বিনোদন এনে দেয়। বাচ্চারা যখন কোন মেলায় যায় সে যদি কোন নাগর দোলায় না উঠে তাহলে একটি অপূর্ণতা থেকে যাবে । সে কারনে বাচ্চারা বাবা মায়ের কাছে আবদার করে বসে নাগরদোলায় উঠার জন্য । যদিও বাচ্চারা এটিতে উঠে ভয় পায় । কারন যখন এটি উপর থেকে নিচে নামে তখন মনে হয় নিচে পড়ে গেলো । তখন সবাই একটু ভয় পায় । যদিও বিষয়টি খুব রোমাঞ্চকর ও উপভোগ্য ।

ছোটবেলাতে আমিও অনেক নাগরদোলাতে উঠেছি। প্রথম দিকে আমি খুব ভয় পেতাম । কিন্তু অভ্যাস হয়ে যাওয়ার পর আর ভয় লাগত না। তারপর বেশ মজা পেতাম । আমার পাশের গ্রামে প্রতিবছর বাৎসরিক মেলা হয় । সেখানে অনেক গুলো নাগরদোলা আসে । যেগুলো আমরা বন্ধুরা মেলাতে গেলে সবাই পালা ক্রমে উপভোগ করতাম । এগুলো দুইজন লোক পরিচালনা করে । তারা নিচে থেকে নাগরদোলা ঘুরাতে থাকে । একটি নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে নির্দিষ্ট পরিমান ঘুরায়।

image source : http://www.kalerkantho.com/print-edition/education/2017/07/14/518968

অনেক শিশু মেলায় যেতে বাবা মায়ের কাছে বায়না ধরে মেলায় যাওয়ার জন্য । তাদের উদ্দেশ্য অভিন্ন । তারা সবাই নগর দোলায় উঠবে। এখন পহেলাবৈশাখের মেলাতে এগুলো অন্যরকম আনান্দ এনে দেয় ।এই বাড়তি বিনোদন বাংলাদেশের ঐতিহ্য গত। বহুকাল থেকেই মেলাতে নাগরদোলার সমাগম ঘটে। সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন । এই কামনায়।

48

comments