সত্যজিৎ রায় ও তার সাহিত্যকর্ম :পর্ব -০২

By @blacks6/19/2021hive-153850

সত্যজিৎ রায় বাংলা সাহিত্যে এক রূপকথার নায়ক।তার রচনা মূলত কিশোরদের জন্য হলেও তা সব বয়সী মানুষের কাছে সমান জনপ্রিয়।চলচ্চিত্র পরিচালক হিসেবে তার সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে।সত্যজিৎ রায়ের সাহিত্য কর্ম নিয়ে "সত্যজিৎ রায় ও তার সাহিত্যকর্ম" শিরোনামে ধারাবাহিক লেখা শুরু করেছি।প্রথম পর্বে তার ছোট গল্প "অনুকূল' নিয়ে আলোচনা করেছিলাম।আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করবো আরেকটি সাহিত্য কর্ম নিয়ে।এই গল্পটির নাম "চিলেকোঠা"।

image.png

Image
এই গল্পটির প্রেক্ষাপট একটি কিশোর বয়সের প্রতিদ্বন্ধিতা নিয়ে।দুই বন্ধু একই স্কুলের একই ক্লাসের ছাত্র।একজন বরাবরই ক্লাস এ প্রথম হয় অন্যজন দ্বিতীয়।তাই স্বাভাবিক ভাবে সেকেন্ড বয় এর একটি অপূর্ণতা পেয়ে বসে।প্রথম স্থান পাওয়ার জন্য চলে তার অসাধারণ প্রচেষ্টা।সারাদিন পড়াশোনা।কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল সে আবার দ্বিতীয় হয়েছে।দারুন হতাশায় ভেঙে পড়ে দ্বিতীয় হওয়া বন্ধুটি।প্রথম হওয়া বন্ধুটি পুরস্কার স্বরূপ একটি সোনার মেডেল পেলো।এরপর অনেক সময় পেরিয়ে গেলো।যে যার পথে এগিয়ে গেল সফলতার দিকে।৫০ বছর হয়ে গেল সেকেন্ড হওয়া ছেলেটির।হঠাৎ তার কৈশোর বয়সের কথা মনে পড়ে গেল।ফিরে এলো তার মফস্বল এর বাড়িতে।

image.png
Image
দেখলো অনেক বদলে গেছে এলাকার পরিবেশ।হঠাৎ লোকটি বাড়ির চিলেকোঠায় উঠে গেল ।তারপর একটু খুঁজে বের করে নিয়ে এলো একটি জিনিস।একটি সোনার মেডেল।এই মডেলটি তার বন্ধু প্রথম হওয়ার জন্য পেয়েছিল।সেদিন ঈর্ষায় পরে সে এই মডেলটি চুরি করে এই চিলেকোঠায় লুকিয়ে রেখেছিল।

18

comments