অনেক ধন দৌলতে সুখ নেই , সুখ হল মানুষের চিন্তামুক্ত জীবনে। দুশ্চিন্তা মানুষকে শুধু কষ্টই দেয়না বরং তা জীবনকে দুর্বিষহ করে তলে । তাই জীবনে সুখী হতে অবশ্যই চিন্তামুক্ত থাকতে হবে । মানুষ যদি তার বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকে তাহলে সে চিন্তা মুক্ত থাকতে পারে অর্থাৎ সে তার না পাওয়া জিনিস নিয়ে যদি তার কোন হতাশা না থাকে সে চিন্তিত হয় না সে কারনে মানুষের উচিৎ তার নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকা এবং সম্ভাব্য সমেস্যা গুলো মকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করা ।

image source : https://beinspiredchannel.com/frustrated-frustration/
বর্তমান যদি কেও কোন সমেস্যায় থাকে মনে রাখতে হবে আগামী দিনে তা সমাধান কিভাবে করবেন । হয়ত চেষ্টা করলে তা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন । কিন্তু কোন কাজে ভেঙ্গে পড়লে চলবে না । কারন তা হতাশার সৃষ্টি করে । হতাশা হল অসান্তির মূল । মনে রাখতে হবে যেকোনো সমেস্যা স্থায়ী নয় আর আপনি তা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। কাজেই তা সমাধান হবে খুব দ্রুত।