হাকালুকি হাওর এর পরিচিতি

By @bangali4/30/2018steemit

হাকালুকি হাওর বাংলাদেশের একটি প্রধান জলাভূমি। ১৮,৩৮৬ হেক্টর জমির সংগে এটি একটি সমৃদ্ধ বৈচিত্র্যের সমর্থন করে এবং প্রায় ১৯০,০০০ মানুষের কাছে সরাসরি এবং পরোক্ষ জীবিকা সুবিধা প্রদান করে থাকে।
হাকালুকি হাওর এর পৃষ্ঠভূমি এলাকা ১৮১.১৫ কিমি২, যার মধ্যে ৭২.৪৬ কিমি২ (৪০.০১%) বারলেখা উপজেলায় অবস্থিত।

হওরটি আংশিকভাবে বারলেখা উপজেলার আওতাধীন।

received_217116765722045.jpeg

বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৯ সালের এপ্রিল মাসে এই হাওর পরিবেশগত জটিল এলাকা হিসেবে ঘোষণা করা হয়।received_217116765722045.jpeg

4

comments