Rohingya

By @babu.bihari11/6/2017travel

রোহিঙ্গাদের মাঝে চরমোনাই পীর দলের পক্ষ থেকে হাত পাখা বিতরণের একটি ছবি নিয়ে কিছুটা টিপ্পনী, মৃদু সমালোচনা লক্ষ্য করলাম।

সমালোচকদের কেউ বলছেন শীতকালে হাত পাখা দিয়ে কি করবে যাদের দরকার শীতবস্ত্র এবং খাবার। অন্যপক্ষ বলতেছে শরণার্থীদের মাঝে দলীয় প্রতীক বিতরণ কতটা যৌক্তিক!😃
.
পীর সাহেবের দেখাদেখি এখন যদি দলীয় প্রতীক হিসাবে আ'লীকা নৌকা আর বিএনপি ধানের শীষ এবং বামেরা কাচি, দা, কুড়াল বিতরণ করে বিষয়টা সার্কাস হয়ে যাবে। (ফান)
.
দলীয় প্রতীক বিতরণ জায়েজ কিনা তা নিয়ে লুৎফুর ফরায়েজী এবং মতিউর রহমান মাদানীর কাছে ফতোয়া চাইতে পারেন। এই গ্রহে এই দুইজনের ফতোয়াই বাজারা গরম করতে পারে। বাজার গরম হলে শীতে কাজে আসবে, গ্যাস, বিদ্যুতের পয়সা সাশ্রয় হবে😃
.
বাজার গরম করেন গ্যাসের পয়সা বাঁচান।

FB_IMG_1509966652598.jpg

10

comments