Respect for celebrity

By @algalib7/20/2020hive-190212

ঢাকায় যেই ব্যাপার টা খুবই সাধারণ সেটা হলো যখন তখন, যত্রতত্র যেকোনো সেলিব্রিটির সঙ্গে দেখা হয়ে যাওয়া!
স্বাভাবিক ভাবেই যেটা হয়, কম বেশি অনেকেই তার কাছে যেয়ে, "আমি আপনার অনেক বড় ভক্ত।আপনার সঙ্গে একটা ছবি তুলতাম" বলে দু'একটা ছবি তুলে ভাল থাকবেন / শুভকামনা টাইপ কিছু বলে দেয়া!
এর বাহিরে অবশ্য কিছু বলারো থাকে নাহ!
এমন অনেক সেলিব্রিটি আছেন, আর্টিস্ট আছেন যাদের আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি!
তাদের সঙ্গে হুটহাট দেখা হয়ে যায় কিন্তু বলার মতো অনেক কিছু থাকলেও ওই কথাটা ছাড়া কিছু বলার সুযোগ থাকে নাহ।
তাই ছবি তোলা দুরের কথা, আশেপাশেও আর ঘেষা হয় না! কিন্তু এই মানুষ টা এতোটাই প্রিয় একজন মানুষ, প্রিয় একজন লেখক যে ওই একটাই কথা বলে দুটো ছবি তুলবো নাহ আমি এসব ভেবে তার থেকে ৫ মিনিটের পথ অতিক্রম করে আবার তার কাছে ফিরে যেয়ে, " দাদা,একটা ছবি তুলতাম আপনার সঙ্গে" বলে সবার মতো সবাই হয়ে যাওয়া🙂 কিছু করার নাই,
খুব প্রিয়দের ক্ষেত্রে সমস্যা এটাই...❤

20200720_233714.jpg

#প্রিয় কবি রুদ্র গোস্বামী

comments