হ্যালো স্টিমিয়ান বন্ধুরা,
আমি স্টিমিট কমিউনিটিতে একজন নতুন সদস্য ।
স্টিমিটে এটাই আমার প্রথম পোস্ট তাই ভাবলাম Introduce yourself পোস্ট দিয়েই শুরু করি ।
আমি আবু সালমান মুহাম্মাদ আল আমীন, জন্ম 10ই এপ্রিল 1994, আমার বাবা একজন ব্যবসায়ী আর মা একজন গৃহিনী, বাবা-মায়ের চার ছেলে সন্তানের মধ্যে আমিই বড় । গ্রাজুয়েশন শেষ করে একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে দায়িত্বরত আছি ।
02 অক্টোবর 2015 ইং সিঙ্গেল জিবন ত্যাগ করে একটি সবুজ পরীর সাথে বিবাহিত জিবনে আবদ্ধ হই । আল্লাহর অশেষ মেহেরবানীতে 12ই অক্টোবর 2017 সকাল 8টায় একটি ছেলে সন্তান লাভ করে ধণ্য হই ।

3 ভাই, বাবা-মা, নানা, আমার সবুজ পরী আর আমার ছেলে সালমান এই 8 সদস্যের ফ্যামিলি আমার ।
আল্লাহর কৃপায় ভালোই কাটছে আমার দিনগুলো ।
এটাই ছিলো সংক্ষিপ্তাকারে আমার পরিচিতি । সময় পেলে আবার কখনো বিস্তারিত লিখব-ইংশাআল্লাহ ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভ কামনা নিয়ে এখানেই ইতি টানছি । আল্লাহ হাফেজ ।
মূল্যবান সময় ব্যয় করে পোস্টটি পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।