চোখের পানি

By @akter54234/28/2018steemit

চোখের পানি তখনও শুখায়নি ক্লান্ত নিথর দেহেটা নিজের অজান্তেই হেলে পরেছে পিছনের পিলারে। অবুঝ বোনের জন্য তখনও মাঝে মাঝে কান্না জড়িত কন্ঠে এক মুঠ খাবারের আবদার পথচারির নিকট। হায়রে মানবতা হায়রে মানবিকাতা।
একটি সিগারেট 8-11 টাকায় কেনার সামর্থ হলেও একটি রুটি কিনে দেওয়ার সামর্থ হয়না আমাদের।

31357617_1457832810995270_2491986097253384192_n.jpg

1

comments