প্রকৃতিকে ভালোবেসে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতির কাছে ছুটে যাই আমরা। প্রকৃতির সৌন্দর্য মানুষের জীবনে করেছে ছন্দময়ী।চোখ ধাঁধানো এই সৌন্দর্য জানে একজন মানুষকে কত দূর নিয়ে যেতে পারে! কত গহীন বন, কত সমুদ্রের তল,শুধুই সৌন্দর্যের নেশায়। আর এ অন্যতম সৌন্দর্যের প্রতীক হলো রামধনু।
রামধনুর রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন। এই রকম রঙের খেলা যে কতটা দৃষ্টি নন্দন তা আমরা সকলেই জানি। বহু যুগ ধরে রামধনুর সাতটি রং মানুষের কাছে এক বিরল অভিজ্ঞতা । রামধনুর সাতটি রং যেন মানুষের জীবনকে করেছে রঙিন এবং প্রকৃতিকে করেছে আরও সৌন্দর্যময়ী।