Steemit এ আয় করবেন বা আয় বাড়াবেন কিভাবে? আসুন প্রয়োজনীয় কিছু টিপস জানি

By @afm0074/28/2018steemit

কিভাবে আয় করবেন Steemit থেকে?

আমার স্টিমইট ব্লগটি পড়ার জন্য আপনাকে অভিনন্দন। আপিনি এই ব্লগটি পড়ছেন এর অর্থ আপনি স্টিমইট থেকে আয় করতে চান। অথবা যা আয় করছেন তাতে আপনি সন্তুষ্ট নন আরো বেশী আয় করতে চান। আমি বলব আপনি ঠিক কাজটি করছেন। আসুন কথা না বাড়িয়ে Steemit আলোচনা শুরু করি।

how-to-earn-more-on-steemit.jpg

আমার এই আর্টিকেলটি তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। এই ব্লগটি Steemit ইউজারদের জন্য। যারা এখনো একাউন্ট করেননি তাদের জন্য নয়। কিভাবে একাউন্ট করতে হবে এ বিষয়ে জানা না থাকলে আমাকে ইমেইল করতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করলে অনেক টিউটোরিয়াল পাবেন এ সম্পর্কে। আসুন জেনে নেই আমরা পুরো পর্বে কি কি জানতে পারবো বা শিখবো।

প্রথমেই বলেছি তিনটি ধাপে আমরা এই ব্লগের আলোচনা করব। আর তিনটি বিষয় হলোঃ

1. কি কি উপায়ে Steemit থেকে আয় করা যায়।

2. Steemit এর জরুরী কিছু টুলস এবং এনালাইসিস।

3. কিভাবে আমরা আমাদের Steemit Earning Boost বা আয় বাড়াতে পারবো।

1. কি কি উপায়ে Steemit থেকে আয় করা যায়?

কি কি উপায়ে আয় করা যায় তা জানার আগে জেনে নেই এই steemit সাইটটি থেকে আমরা কি কি আয় করবো। আমরা এই সাইট থেকে দুটো জিনিস আয় করি। একটি SBD(Steem Dollar)/Seem আরেকটি হলো SP (steem power). SBD/Steem হলো একটি Crypto currency. এটি একটি আধুনিক ভার্চুয়াল মুদ্রা। যা শুধু অনলাইনে লেনদেন করা যায়। এর কোন কেন্দ্রীয় ব্যাংক নেই। অনলাইনে একটি হাই সিকিউর লেজারে এর লেনদেন এর হিসেব রাখা হয়। যেমনঃ Bitcoin. এবং SP হলো, স্টিমইট সাইটে আপনার ভোটিং এর ক্ষমতা নির্ধারনের একক। অর্থাৎ আপনি একটি আপভোট দিলে সেটার মান কত SBD হবে তা নির্ধারন করা হয় আপনার স্টিম পাওয়ার কত আছে তার ওপর হিসেব কষে। এবং আপনি অন্যের একটি আপভোটে কত পাবেন সেটাও বির্ভর করে আপনার পাওয়ার কত তার ওপর।

যত বেশী আপনার স্টিম পাওয়ার থাকবে, তত বেশী মানের আপভোট পাওয়ার সম্ভাবন আপনার রয়েছে। তাই বেশী আয় করতে হলে অবশ্যই আপনাকে SP বাড়াতে হবে। আপনি SBD/Steem দিয়ে SP কিনতে পারবেন। আপনার ওয়ালেট থেকে Buy SP Power এ গেলেই আপনি এটি কিনতে পারবেন।

তাহলে আমরা কি আয় করবো তার সামান্য কিছু ধারনা পেলাম। আরো বিস্তারিত জানতে steemit এর WhitePaper পড়ে নিতে পারেন।

কিভাবে SBD/Steem আয় করবেনঃ

এই সাইটে আমাদের ব্লগ লেখার, ছবি আপলোড করার এবং ভিডিও আপলোড করার সুবিধা রয়েছে। আপনি একটি ব্লগ লিখে পাবলিশ করার পরে, সেই ব্লগে যখন কেউ আপভোট দেবে এবং সেই ব্যাক্তির যদি যথেষ্ট শ্তিম পাওয়ার থাকে, তাহলে তার আপভোট থেকে আপনি কিছু SBD পাবেন। এবং আপনার ব্লগটি আপভোটের মাধ্যমে টোটাল যা আয় করবে তার ৭৫% আপনাকে ৭ দিন পরে আপনার ওয়ালেট পেমেন্ট করবে। এবং ৭৫% এর ২৫% আপনি SP এবং বাদি ৭৫% SBD হিসেবে পাবেন। আপনার টোটাল ভোটের বাকী ২৫% কিউরেটরদের ডিস্ট্রিবিউট করে দেয়া হবে। কিউরেটর হলো, যারা আপনার পোস্টে ভোট এবং কমেনট করেছেন।

যারা আপনাকে ভোট এবং কমেন্ট করেছেন ঠিক তাদের মতোই আপনি অন্যকে ভোট এবং কমেন্ট করলে এবং সেই কমেন্টে যদি কেউ আপভোট দিয়ে থাকেন তাহলে সেই আপভোট থেকে আপনি SP আয় করবেন। এই SP ও আপনাকে ৭দিন পরে আপনার ওয়ালেটে পেমেন্ট করা হবে।
স্টিমইট-এ সাধারণত তিন ভাবে পোস্ট ক্রিয়েট করতে পারেন। ১। সরাসরি Steemit থেকে নিউ পোস্ট ক্রিয়েট করে। ২। Dmania এই সাইট থেকে আপনার Steemit account login info use করে ছবি অথবা Gif Animation পোস্ট করতে পারবেন। ৩। Dtube নাম দেখেই বুঝতে পারছেন সাইটটি কি বষয়ক। হ্যা, এটি YouTube এর মতোই অনেকটা। এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। নিজে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এবং ভিডিও থেকে আয় করতে পারবেন। এখানে ওই একি হিসেব, যত বেশী আপভোট পাবেন ততবেশী এখান থেকে আয় করতে পারবেন।

যেকোন সাইটে পোস্ট করলেই তা আপনার Steemit এর ব্লগ টাইমলাইনে চলে আসবে। এবং আপনার প্রোফাইলের ফলোয়াররা দেখতে পারবেন। ভিডিও বা ছবি যেটাই ভাইরাল হবে তা অটোম্যাটিক Trending এ চলে আসবে। আসুন তিনটি সাইটে পোস্ট করার বেসিক কিছু বিষয় জেনে নেই।

1. Steemit:

নীচের ছবিটি দেখুন, আপনার Steemit প্রোফাইলের একদম উপরের ডানদিকে মাঝের আইকনটি হলো নিউ পোস্টের আইকন। এখানে ক্লিক করলে পোস্ট বা ব্লগ লেখার একটি নতুন উইন্ডো ওপেন হবে।

new post.PNG

নীচের ছবিটি দেখুন। এখানে একটি লেখার বক্স রয়েছে। এই বক্সটিতে কয়েকটি অংশ রয়েছে ।

post-details.jpg

  1. এই স্থানে আপনার আর্টিকেলের টাইটেল লিখবেন। টাইটেলটি যেন অবশ্যই আকর্ষনিয় হয়। এবং অল্প কথায় আর্টিকেলে কি আছে তা বোঝা যায়।

  2. এই পুরো জায়গাটা জুরে আপনি আপনার আর্টিকেলটি লিখবেন। সর্বনিম ৫০ ওয়ার্ড হতে পারে। তবে ২৫০ শব্দের নীচে না লেখাই ভালো। লেখার ভাষা যেকোন হতে পারে। আপনার ইচ্ছে মতো লিখতে পারবেন। তবে এডাল্ট, ড্রাগ, ভায়োলেন্স এসব বিষয়গুলো এড়িয়ে চলবেন। আপনার আর্টিকেল্টিকে আক্ররষনিয় করতে এখানে ছবি, ভিডিও এবং বিভিন্ন লিঙ্ক ব্যবহার করতে পারেন।

  3. "Tag" বা "keywords". আপনার আর্টিকেলের বিষয়বস্তুর ওপরে ৫টি শব্দ এখানে লিখবেন। যা আপনার আর্টিকেলের ক্যাটাগড়ি এবং সার্চ করতে সাহায্য করবে। Tag লেখার সময় মনে রাখবেন, এখানে কোন Capital letter এ শব্দ লিখবেন না। সব Small letter ইউজ করবেন। দুটোশব্দ কে করতে (-) চিহ্ন ব্যবহার করুন। যেমনঃ love-story. "Tag" শুধু ইংরেজিতে লেখাই ভালো। শব্দের মাঝে কমা (,) ইউজ করবেন না।

  4. Rewards এর ঘড়ে (50%/50%) select করবেন। এর ফলে আপনি Upvote এর মাধ্যমে SBD/Steem আর্নিং এর ৫০% পাবেন। ১০০% select করলে যা পাবেন তার পুরোটাই SP হিসেবে যোগ হবে আপনার একাউন্টে। যা আপনি ক্যাশ করতে পারবেন না বা বিক্রয়ও করতে পারবেন না।

  5. Check Upvoe post টি সিলেক্ট করলে। আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার পোস্টে অটোম্যাটিক আপনার Upvote পরে যাবে। এর একটি সুবিধা রয়েছে। প্রথম ভোট যদি সেটা ৫মিনিটের মধ্যে পড়ে তাহলে সে অর্জিত আর্নিং এর ৭৫% কিউরেশন রিওয়ার্ড পাবে। তাই আপনার পোস্টের আর্নিং আপনি নিতে প্রথম ভোটটি আপনি দিয়ে রাখুন।

  6. "Markdown Styling Guide" এটি খুব হেল্পফুল একটি অপশন, এখানে ক্লিক করলে আপনি নতুন একটি পেজ পাবেন, সেখানে পাবেন আপনার আর্টিকেলটি কিভাবে স্টাইল করবেন। অর্থাৎ সাব হেডিং, বোল্ড, ইটালিক, লিঙ্ক ফরম্যাট, বুলেট এন্ড নাম্বার, টেবিল ক্রিয়েট করা। সব এখানেই পাবেন। তাই এই লিঙ্ক টি ঘুরে আসুন এবং প্রয়োজনে নোত করে রাখুন যা আপনার পরে দরকার হবে।

  7. "Preview" দেখেনিন পাবলিশ করার পরে আপনার আর্টিকেলটি দেখতে কেমন হবে। কোন কিছু ভালো না লাগলে উপর থেকে এডিত করে নিন।

  8. "Clear" কোন কারনে যদি আপনার লেখার বক্সটি ক্লিয়ার করার প্রয়োজন হয় তবে এই বাটনে ক্লিক করতে পারেন। মনে রাখবেন একবার পানলিশ হবার পরে আপনি আপনার পোস্ট ডিলিট করতে পারবেন না। তবে ক্লিয়ার করে সেখানে অন্য আর্টিকেল লিখতে পারেন। তবে তা নতুন হবেনা। পুরোনোই থাকবে।

  9. সব কাজ শেষ করে ফেলেছেন? তাহলে এবারে পোস্ট পাবলিশ করা দরকার। আপনার পোস্টটি পাবলিশ করতে এই "Post" বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন রেজাল্টের জন্য।

2. Dmania.lol

Dmania হলো স্টিমইটে ছবি বা ছোট GIF এনিমেশন পোস্টের সহজ উপায়। Dmania তে Steemit এর ইউজার নেম এবং পাসোয়ার্ড দিয়ে লগইন করুন। এবারে Upload এ ক্লিক করুন । GIPHY এ সাইটে গিয়ে একটি এনিমেশন সিলেক্ট করুন। এবারে লিঙ্কটি কপি করুন। নীচের ছবিটি খেয়াল করুন।

image url লেখা বক্সে কপি করা url টি পেস্ট করুন। এরপরে নীচে "tag" বক্সে চারটি লিখুন। (নোটঃ ডিম্যানিয়াতে সাধারণত মজার মজার পোস্ট দেয়া হয়ে থাকে। পোস্ট করার আগে ডিম্যানিয়ার ইউজারদের করা পোস্টগুলো দেখলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে। ডিম্যানিয়াতে অল্প সময়ে পোস্ট দেয়া যায়। এবং এখান থেকে ভালো আয় করা যায়।

3. DTube

DTube এই সাইটটিতে আগের মতোই Steemit এর লগইন ইনফর্মেশন ইউজ করে লগইন করুন। সাইটটি প্রথমে ঘুরে দেখুন। অন্যদের পোস্টগুলো দেখুন। তারা কেমন ভিডিও আপলোড করেছেন। কোন ভিডিওগুলো বেশী আপভোট পেয়েছে। এখান থেকে আইডিয়া নিয় অথবা আপনার পছন্দমতো কোন বিষয়ের ওপর ভিডিও ক্রিয়েট করে এখানে আপলোড করুন। আপলোডের সময় Video Title, Description, Tag গুলো মনযোগ দিয়ে লিখুন। কারন এর ওপর অনেক কিছু নির্ভর করছে।

উপরের আলোচনা থেকে আশাকরি Steemit এ পোস্ট করার বেশ কিছু ধারনা পেয়েছেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। এর পরে Steemit এর বেশকিছু প্রয়োজনীয় টুলস নিয়ে আলোচনা করব। সাথেই থাকবেন। লেখাটি ভালো লাগলে পোস্টটিতে আপভোট দিয়ে আমাকে আরো লিখতে অনুপ্রাণিত করবেন। এবং স্টিমইট এর যেকোন বিষয়ে জানার জন্য কমেন্টে প্রশ্ন করতে ভুলবেন না। আমি আমার যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব।

8

comments