সালমানের দুঃখ কে ঘোচাবে

By @afazgp7/12/2017salman

 ৫৫ কোটি রুপি ক্ষতিপূরণ দেবেন সালমান ঈদে সালমান খানের ছবি মানেই  বিশাল ব্যাপার। ‘ওয়ান্টেড’, বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ হলো তাঁর প্রমাণ।  বড় বাজেটের এই ছবিগুলোর লাভের অঙ্কও ছিল বড়। কিন্তু ঈদে সালমানের ছবি  মুক্তি দিলেই তা বক্স অফিসের বাজিমাত করবে—এই সূত্র এবার আর খাটলো না।  বলিউডের এবারের ঈদের ছবি ‘টিউবলাইট’ ঠিকমতো জ্বলে উঠতে পারেনি। কবির খান  পরিচালিত এই ছবি মুক্তির এক সপ্তাহ পর টেনেটুনে ১০০ কোটি রুপির ক্লাবে  ঢুকতে পেরেছে; যেখানে সালমানের আগের ছবিগুলো মাত্র তিন দিনেই ১০০ কোটি রুপি  আয় করতে সক্ষম হয়। এদিকে পরিবেশকেরা পুরোনো সূত্র মেনে কোটি কোটি টাকা  দিয়ে ‘টিউবলাইট’ কিনেছেন। তাঁদের পকেট এখন শূন্য। খবর পাওয়া গেছে, ‘ভাইজান’  সালমান তাঁদের সবাইকে ৫৫ কোটি রুপি ক্ষতিপূরণ দেবেন। মুক্তির প্রথম  দিনে সালমানের ‘এক থা টাইগার’ (২০১২) আয় করছিল ৩২ কোটি ৯৩ লাখ রুপি, ‘কিক’  (২০১৪) ২৬ কোটি ২৪ লাখ রুপি, ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) ২৭ কোটি ২৫ লাখ,  ‘সুলতান’ (২০১৬) ৩৬ কোটি ৫৪ লাখ রুপি। আর মুক্তির প্রথম দিন ‘টিউবলাইট’ আয়  করেছে মাত্র ২১ কোটি ১৫ লাখ রুপি, যেখানে একই সপ্তাহে মুক্তি পাওয়া দক্ষিণ  ভারতীয় নায়ক আল্লু অর্জুনের ছবি ‘দুভভাড়া’র আয় ছিল সালমানের চেয়ে বেশি (২৪  কোটি রুপি)। এখন প্রশ্ন উঠতে পারে, ‘টিউবলাইট’-এর ব্যর্থতার ভার  শুধুই কি সালমানের? এটা ঠিক, ছবির ব্যবসা খারাপ হওয়ার পেছনে সালমানের  ভূমিকা বলতে গেলে খুবই কম। কিন্তু পরিবেশকেরা তো সালমানের ছবি বলেই এর  পেছনে বিপুল পরিমাণ টাকা ব্যয় করেছিলেন। খবর অনুযায়ী, পরিবেশকেরা দল বেঁধে  সালমান খান ও তাঁর বাবা সেলিম খানের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করতে  গিয়েছিলেন। তাঁদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সালমান ৫০-৫৫ কোটি রুপি দেওয়ার  আশ্বাস দিয়েছেন বলেও জানা গেছে। ছবির পরিবেশকদের দুঃখ নাহয় এবার ঘুচল,  কিন্তু সালমানের দুঃখ কে ঘোচাবে? 

comments