Don't study me,you won't graduate
Motijheel,Dhaka,Bangladesh
সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এইতো সেদিন আমরা সদ্য এইচ.এস.সি. পাশ করে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ঢাকা কলেজে ভর্তি হলাম। আর আজ আমরা গ্রাজুয়েট। আমরা বি.এ পাশ করলাম। যেখানে অন্যদের লাগে ৪ বছর,আমাদের লাগলো ৫ বছরেরও বেশি। তারপরও যেন মনে হচ্ছে, এইতো সেদিন ভর্তি হলাম ঢাকা কলেজ।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রওয়ানা দিলাম। ছবিটা কমলাপুর রেলওয়ে স্টেশনের,ট্রেনে উঠার আগেই তুলেছিলামরাত ৪.২৫ মিনিট ডোমার রেলস্টেশন। এতো রাতে গাড়ি পাওয়া দুষ্কর। অনেকক্ষণ অপেক্ষার পর একটা অটো পেলাম। গলায় একটু পানি ঢেলে নিলাম। ভাড়া কয়েকগুণ বেশি।
কাঁটামাড়ি হলো জমির ধান ঘরে তোলা। এটা একটা বিশাল প্রক্রিয়া। আমাদের উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষক। এখানের অধিকাংশ জমি কৃষি জমি। বছরে দুইবার-তিনবার তিনবার তারা চাষাবাদ করে থাকে। এর মধ্যে অধিকাংশই ধান চাষ করে থাকে। এ ধান চাষ করা খুবই কষ্টকর এবং অনেক বড় একটি প্রক্রিয়া। আবার ধান চাষ করার পরেই শেষ নয় ,এই ধানটাকে ঘরে তোলায় আবারো অনেক সময় লাগে। আবার ঘরে তোলার পর এগুলোকে ধান থেকে চাল বানাতেও কিছু নিয়ম কারণ রয়েছে। সবদিক মিলিয়ে আমাদের উত্তরাঞ্চলের মানুষ এটাকে "কাটামাড়ি" বলে থাকে। অনেকে আবার "মাড়াকাটি" বলে। আমি এত বছর ধরে মাড়াকাটি বলতাম, এতদিন পর আমি সঠিক টা জানতে পেরেছি অর্থাৎ কাঁটামারী হবে এটার সঠিক নাম। প্রায় প্রতি বছর দুইবার আমরা কাঁটামারী করে থাকি। ্ এই কাঁটামারী শেষে আমরা যেসব ধান পাই,সেগুলো থেকে চাল বানিয়ে সেই চাল আমরা খেয়ে থাকি।
বৈশাখী মেলা বা বৈশাখী মেলা হচ্ছে একটি বাঙালি উৎসব মেলা, যা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আয়োজিত হয়। এটি একটি সার্বজনীন উৎসব। বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের আবহমান সংস্কৃতির অংশ। আমাদের সংস্কৃতিতে প্রতিবছর পহেলা বৈশাখ নিয়ে আসে নতুনের বার্তা, যা নব নবরূপে একাত্ম হয়ে বিশেষ কৃষ্টির মহিমায় রূপায়িত হয়। জাতিধর্মনির্বিশেষে এ দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। বাঙালি জাতি নিজ মেধা, মনন ও চিন্তা দিয়ে উৎসবমুখর পরিবেশে পালন করে নববর্ষের নানা অনুষ্ঠান।
"তাকাব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন।ঈদ মানে আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা। এই ঈদের শুভেচ্ছা জানানো সুন্নাত। রমজানে দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনা শেষ করার পর আমরা পবিত্র ঈদ-উল-ফিতর পাই। মুসলমানদের দুইটি ঈদ। ঈদের কিছু সুন্নত রয়েছে। পাশাপাশি ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। ঈদের দিন রোজা রাখা নিষেধ। আমাদের উচিত সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করা।
সময় কখনো ফিরে আসে না । মানুষের জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। সময়কে আটকে রাখা যায় না। সময় নিজের মতই চলমান। আমাদেরকেই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হয়। অনেক সময় সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। আবার অনেক সময় সময় যেতেই চায়না। সবদিক মিলিয়ে সময়ের সাথেই আমাদের জীবন। যে ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই সাফল্য লাভ করে। সময়কে যথাযথভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ কাজ। একসময়ের কাজ অন্য সময় করলে কখনো সাফল্য লাভ করা যায় না বরং ক্ষতি হয়। সময়ের মূল্য অপরিসীম।