নৌকা ভ্রমন

By @deepika17/14/2018travel

FB_IMG_15315775562811100.jpg

img

আমরা একদিন পড়তে গিয়েছিলাম দেখি পড়ার পর অনেকক্ষণ সময় আছে তার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নৌকা ভ্রমণ করব।
আমরা যেখানে প্রাইভেট পড়ি তার পাশে একটি বড় নদী আছে। বর্তমানে নদীটার নাম তুরাগ নদী, কিন্তু, এটার আগের নাম ছিল কহর দরিয়া।
নদীর টা আগে দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু এখনও নদীটা সুন্দর আছে। তারপর নদীর দিকে তাকিয়ে আমরা নৌকা ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি। কারণ নদী ভরা ছিল। নদীর পানি ছিল অনেক সুন্দর।
তারপর নৌকা দিয়ে আমাদের পড়ার যে জায়গা থেকেFB_IMG_15315775562811100.jpg
img
নৌকায় ওঠলাম,ওই জায়গা থেকে, আমরা অনেক দূর পর্যন্ত আমরা নৌকায় ঘুরে আসি। অনেক মজা হয়েছে নৌকায় ঘুরে এসে।
আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটার নাম ছিল নদীবন্দর। জায়গাটা দেখতে অনেক সুন্দর দেখায় কারণ জায়গাটা অনেক ফাঁকা ছেলে খেলাধুলা করে ঐ জায়গায়। তারপর আমরা ওই জায়গাটা পুরোটোকো ঘুরলাম ঘোরার পর কতগুলো ছবি তুললাম। এখানে নৌকার মধ্যে আমারও দুইটা ছবি আছে সেই দুইটা ছবি আমি ছাড়বো।
তারপর ওই জায়গাটা ঘুরে আমরা আরেকটি নৌকা ভাড়া করে আবার আমাদের প্রাইভেট পড়া জায়গায় এসে পড়ি। তারপর আমরা আমাদের বাসায় এসে পড়ি।

THE END

17

comments