সেই দিনটি। যেদিন থেকে শুরু হইছিল এই পথচলা। ..

By @baharul8/7/2017bitcoin

সেই দিনটি।
যেদিন থেকে শুরু হইছিল এই পথচলা।
..

ঐ দিনটি আজীবন মনে থাকবে,, মনে থাকবে ঐ দিন থেকে শুরু আজ পর্যন্ত সব স্মৃতিগুচ্ছ।
..
এখন আর কি...দিন শেষে ঠিক-ই ভালোবেসে যাব।
সবচেয়ে বড় লেখকের লেখনীতে চলবে বাকী জীবনটা। বেঁচে থাকতে হবে কিছু মহামূল্যবান স্মৃতি নিয়ে।
থাকবে কিছু যাযাবর আবেগ, কিছু অব্যক্ত কথা, বুক ভরা কষ্ট।
, হয়ত ভুলে যাবি, তবুও মনে রাখব তোকে, চিরকাল।কিন্তু জীবনে কখনও কোনো সমস্যায় পড়লে, সারাজীবন পাশে থাকবো।IMG_20170729_060749.jpg

2

comments