নিরিবিলি প্রকৃতির সাথে একান্ত সময়।

By @ajmot9/10/2018time

প্রতিদিন মানুষ যদি নিরিবিলি প্রকৃতির সাথে একান্ত সময় কাটাতে পারে, তবে সে মানসিক শারীরিক সব দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আসলে আমরা তো প্রকৃতিরই অংশ।
প্রকৃতি আমাদের দেহে মনে তো প্রভাব ফেলবেই সেটাই স্বাভাবিক। প্রকৃতি বলতে; প্রকৃতির যে কোন কিছু; যে কোন ঋতু, বনজঙ্গল, গাছপালা, সাগর, নদী, ঝর্না, পাথর গর্ভা নদি, মেঘ ছোয়া পাহার, আর সবুজ সবকিছু যেন অপরুপ...।

কিংবা দিগন্ত ভরা রংবেরঙের ফুল মন ভালো করে দেবার জন্য যথেষ্ট।

FB3E9061-C856-405B-AED6-026513EEA214.jpegCBE493CC-7A45-457D-844B-3BF5CC5341FD.jpeg28A9BF59-4EBC-4330-A2C6-21291A25B7C4.jpeg406C9F6C-87D1-4F8E-B578-60025C0F8E82.jpegE705F892-3563-4F1B-8C98-A4F13968C403.jpeg

3

comments